শিরোনাম

1

সাভারে নারী পাচার চক্রের প্রধান ৫ জন গ্রেফতার

বেশি বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে নারী পাচারের চেষ্টাকালে সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে নারী পাচারকারী চক্রের প্রধান নজরুল ইসলামসহ পাঁচজনকে গ্রেফতার করেছে সাভার আমিন বাজার ফাঁড়ি পুলিশ। এ সময় ভারতে পাচারের চেষ্টাকালে উদ্ধার করা হয়েছে অপহৃত তিন নারীকে।

সাভারে নারী পাচার চক্রের প্রধান ৫ জন গ্রেফতার




বুধবার রাতে সাভারের আমিনবাজার বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন ফাঁড়ি ইনচার্য এসআই হারুন অর রশিদ।


পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে অসহায় নারীদের বিদেশে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে নজরুল ইসলাম ভারতসহ বিভিন্ন দেশে তাদের পাচার করে আসছিল। কয়েকজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাকে ধরতে মাঠে নামে পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সাভারের আমিন বাজার থেকে তিন নারীকে ভারতে পাচারের উদ্দেশ্যে গাড়িতে উঠানোর সময় লাইলি নামে একজনকে গ্রেফতার করা হয়। এসময় অপহৃত তিন নারীকেও উদ্ধার করে পুলিশ।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে নারী পাচারের চক্রের প্রধান নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তার বিরুদ্ধে মামলা দায়ের করে সাভার মডেল থানায় তাকে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া, আরও কেউ মানব পাচারকারী চক্রের সাথে জড়িত আছে কি না, সেই বিষয়টি নিয়ে তদন্ত চলছে।


আরও পড়ুন.....

১. কুষ্টিয়ায় একটি যাত্রীবাহী বাস উল্টে পড়লো খাদে।

২. টাঙ্গাইলে গরুবাহী ট্রাকের ধাক্কা: পুলিশ কনস্টেবল নিহত।

৩. পিরিয়ড হওয়ায় ১২ বচরেরে বোনকে ৩ দিন ধরে পিটিয়ে হত্যা।

৪. প্রাথমিক স্কুলে চালু হচ্ছে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা।

৫. কুমিল্লা যুবলীগ নেতা হত্যা, মৃত্যুদণ্ড ৯ জনকে ও যাবজ্জীবন ৯ জনকে দেয় আদালত ।

৬. স্বামী হত্যার দায়ে স্ত্রী সহ চারজন গ্রেপ্তার । 

৭। ভাইয়ের কাছে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু।

৮। বাজারে আমের কেজি ৪০ টাকা, রাজশাহীতে গুটি আম পাড়া শুরু।




Post a Comment

0 Comments