নীলফামারীর সৈয়দপুর উপজেলায় বাড়িতে একা থাকা কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
আজ শুক্রবার দুপুরে অভিযুক্ত হাসানুল ইসলাম (৩৩) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা করে ভুক্তভোগী। পুলিশ অভিযান চালিয়ে হাসানুল ইসলামকে গ্রেপ্তার করেছে। হাসানুল ইসলাম সৈয়দপুর শহরের আতিয়ার কলোনি এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। একই সঙ্গে ভুক্তভোগী ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য নীলফামারীর একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার সংক্ষিপ্ত এজাহার অনুযায়ী, জানাগেছে গ্রেপ্তারকৃত আসামী হাসানুল ইসলামের সঙ্গে ভুক্তভোগী কলেজছাত্রীর দু্ই বছর আগে প্রেমের সম্পর্ক ছিল। গতকাল সকালে মেয়েটির মা ব্যক্তিগত কাজে দিনাজপুর পার্বতীপুরে যান। তখন ওই ছাত্রী একা ছিলেন বাড়িতে। এ সময়ে হাসানুল ইসলাম ওই ছাত্রীর বসতঘরে ঢুকে ধর্ষণ করেন। মেয়েটির মা বাড়িতে ফিরে তাঁর মেয়েকে উদ্ধার করেন। পুলিশ খবর পেলে হাসানুলকে আটক করে থানায় নিয়ে যায়। অভিযুক্ত হাসানুল ইসলাম অভিযোগের ব্যাপারে কোনো বক্তব্য দেন নি। ভুক্তভোগী ছাত্রীর মা গনমাধ্যমকে বলেন, ‘আমার মেয়েকে হাসানুল বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেছে। আমি তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, "কলেজছাত্রী নিজে বাদী হয়ে হাসানুলকে আসামি করে থানায় ধর্ষণের মামলা করেছেন। আটক হাসানুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া ধর্ষণের শিকার ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য নীলফামারীর একটি হাসপাতালে পাঠানো হয়েছে।"
আরও পড়ুন.....
১. সাভারে নারী পাচার চক্রের প্রধান ৫ জন গ্রেফতার
২. নরসিংদীর রায়পুরায় হামলায় প্রার্থী নিহত, উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত
৩. পিরিয়ড হওয়ায় ১২ বচরেরে বোনকে ৩ দিন ধরে পিটিয়ে হত্যা।
৪. প্রাথমিক স্কুলে চালু হচ্ছে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা।
৫. কুমিল্লা যুবলীগ নেতা হত্যা, মৃত্যুদণ্ড ৯ জনকে ও যাবজ্জীবন ৯ জনকে দেয় আদালত ।
৬. স্বামী হত্যার দায়ে স্ত্রী সহ চারজন গ্রেপ্তার ।
0 Comments