শিরোনাম

1

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ে গেছে অর্ধশতাধিক ঘর। আজকের খবর। খবর

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৩ নম্বর তানজিমারখোলা বি ব্লকের কারিতাসের ওয়ারহাউসে অগ্নিকাণ্ড ঘটেছে। এই অগ্নিকাণ্ডে রোহিঙ্গা ক্যাম্পের অর্ধশতাধিক বসতঘর পুড়ে গেছে বলে জানা গেছে। খবরে উল্লেখ হয়েছে যে, অগ্নি সূত্রপাতের সূত্র হয়েছে ওয়ারহাউস থেকে।

উখিয়া-রোহিঙ্গা-ক্যাম্প-আগুন-পুড়ে-গেছে-অর্ধশতাধিক ঘর-খবর-আজকের
উখিয়ায় পালংখালী ইউনিয়নের ১৩ নম্বর তানজিমারখোলা বি ব্লকের কারিতাসের ওয়ারহাউস থেকে রোহিঙ্গা আশ্রয়শিবিরে আজ শুক্রবার অগ্নিকান্ডের ঘটনা ঘটে

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব, ক্যাম্প-১৩ ক্যাম্প-ইন-চার্জ আল ইমরান বলেছেন যে, ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে বি ব্লকের কারিতাসের ওয়ারহাউস থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে যে, এতে কাঁঠালতলি বাজার ও বি ব্লকের অর্ধশতাধিক বসতঘর পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কিছুসংখ্যক দোকানপাট ও বসতঘর ভেঙে ফেলা হয়েছে।



শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সামছু-দৌজা বলেছেন যে, বেলা সাড়ে ১১টার দিকে রোহিঙ্গা আশ্রয়শিবিরের কাঁঠালতলি বাজার এলাকায় হঠাৎ আগুনে লাগে। মুহূর্তেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে কক্সবাজার থেকে আরও কয়েকটি ইউনিট যোগ দেয়। টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনও আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে।


আরও পড়ুন.....

১. সাভারে নারী পাচার চক্রের প্রধান ৫ জন গ্রেফতার

২. নরসিংদীর রায়পুরায় হামলায় প্রার্থী নিহত, উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

৩. পিরিয়ড হওয়ায় ১২ বচরেরে বোনকে ৩ দিন ধরে পিটিয়ে হত্যা।

৪. প্রাথমিক স্কুলে চালু হচ্ছে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা।

৫. কুমিল্লা যুবলীগ নেতা হত্যা, মৃত্যুদণ্ড ৯ জনকে ও যাবজ্জীবন ৯ জনকে দেয় আদালত ।

৬. স্বামী হত্যার দায়ে স্ত্রী সহ চারজন গ্রেপ্তার । 

৭। ভাইয়ের কাছে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু।

৮। বাজারে আমের কেজি ৪০ টাকা, রাজশাহীতে গুটি আম পাড়া শুরু।




"উখিয়া", "রোহিঙ্গা", "ক্যাম্প", "আগুন", "পুড়ে গেছে", "অর্ধশতাধিক ঘর", "খবর", "আজকের"।

Post a Comment

0 Comments