শিরোনাম

1

বাড্ডার বোমা তৈরির সেই কারখানায় মিললো ৬৫ হাতবোমা, আটক ৩ জন

রাজধানীর বাড্ডার টেকপাড়া এলাকার একটি বাড়ি থেকে ৬৫টি হাতবোমাসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

অভিযান-বোমা-তৈরি-কারখানা-হাতবোমা-আটক


বুধবার (২২ মে) রাতে র‌্যাব-৩ একটি অভিযান চালানো হয়েছিল। র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেন জানান, রাজধানীর বাড্ডার টেকপাড়া এলাকার একটি বাড়ি থেকে ৬৫টি হাতবোমাসহ তিনজনকে আটক করা হয়েছে।


র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফিরোজ কবীর জানান, আগেই বোমা তৈরির কারখানার সন্ধান পেতে ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছিল। এই সংক্রান্তে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট এবং অভিযানের পরিণামগুলো জন্য তারা প্রস্তুতি নেয়েছিলেন। পরে অভিযানের আওতায় বাড়িতে তল্লাশি চালিয়ে ৬৫টি হাতবোমা উদ্ধার করা হয়েছে। এছাড়াও, আটকে রয়েছে তিনজনের মধ্যে একজন, যার আগেও বোমা তৈরির অভিযোগে গ্রেপ্তার হয়েছিল। সংশ্লিষ্টদের ধারণা অনুযায়ী, এ কারখানায় চলমান উপজেলা নির্বাচনে বড় ধরনের নাশকতার সৃষ্টির জন্য বোমাগুলো তৈরি হচ্ছিল। এ বিষয়ে তদন্ত চলছে।


আরও পড়ুন.....

১. কুষ্টিয়ায় একটি যাত্রীবাহী বাস উল্টে পড়লো খাদে।

২. টাঙ্গাইলে গরুবাহী ট্রাকের ধাক্কা: পুলিশ কনস্টেবল নিহত।

৩. পিরিয়ড হওয়ায় ১২ বচরেরে বোনকে ৩ দিন ধরে পিটিয়ে হত্যা।

৪. প্রাথমিক স্কুলে চালু হচ্ছে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা।

৫. কুমিল্লা যুবলীগ নেতা হত্যা, মৃত্যুদণ্ড ৯ জনকে ও যাবজ্জীবন ৯ জনকে দেয় আদালত ।

৬. স্বামী হত্যার দায়ে স্ত্রী সহ চারজন গ্রেপ্তার । 

৭। ভাইয়ের কাছে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু।

৮। বাজারে আমের কেজি ৪০ টাকা, রাজশাহীতে গুটি আম পাড়া শুরু।



অভিযান, বোমা তৈরি, কারখানা, হাতবোমা, আটক।



Post a Comment

0 Comments