শিরোনাম

1

ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে রুয়েট শিক্ষার্থীর আত্মহত্যা

রাজশাহী নগরে সৌভিক মল্লিক নামে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে, তার রুম থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে। এই অদ্ভুত ঘটনার পেছনে কোনো গোপন কিংবা রহস্যময় কাহিনী আছে কিনা তা জানা যায় না।

ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে রুয়েট শিক্ষার্থীর আত্মহত্যা
সৌভিক মল্লিক (২১)


প্রাথমিক তথ্য অনুযায়ী জানা যায় তিনি আত্মহত্যা করেছেন।

ঐ শিক্ষার্থীর নাম সৌভিক মল্লিক (২১) সে রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন ছাত্র। তার পরিবার মাগুরার শালিখা থানার রামকান্তপুর গ্রামে বসবাস করে। তাঁর বাবার নাম সমির কুমার মল্লিক।

পুলিশ জানাচ্ছে যে, বেলা সাড়ে তিনটার দিকে নগরের সাধুর মোড় এলাকার একটি বাসা থেকে সৌভিক মল্লিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ এখন এই ঘটনার পেছনের বিষয়গুলি তদন্ত করছে।

রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক কামরুজ্জামান রিপন জানান, সৌভিক মল্লিক নগরের সাধুর মোড় এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। সকাল ১০টায় তাঁর রুমমেট ক্লাসে যাওয়ার জন্য ডাকলে তিনি পরে যেতে চান। বেলা একটার দিকে রুমমেট বাসায় ফিরে দরজা ভেতর থেকে আটকানো দেখতে পান। ডাকাডাকি করলে সাড়া না পেয়ে বাড়িওয়ালাকে ডাক দেন। বাড়িওয়ালা এসে দরজা ধাক্কাধাক্কি করেও কোনো সাড়া পাননি।

অধ্যাপক কামরুজ্জামান এবিসি নিউজকে বলেন, বেলা তিনটার দিকে দরজা ভেঙ্গে দেখেন, ফ্যানের সঙ্গে সৌভিক মল্লিকের লাশ ঝুলছে। খবর পেয়ে পুলিশ সৌভিককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রুমমেটের বরাত দিয়ে তিনি বলেন, কয়েক দিন ধরে সৌভিক মানসিক অবসাদে ভুগছিলেন। কী কারণে অবসাদে ভুগছিলেন, তা রুমমেট জানেন না।

নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, সৌভিকের লাশ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তাঁর অভিভাবককে খবর দেওয়া হয়েছে। তাঁরা মাগুরা থেকে রাজশাহী আসার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


আরও পড়ুন.....

১. সাভারে নারী পাচার চক্রের প্রধান ৫ জন গ্রেফতার

২. নরসিংদীর রায়পুরায় হামলায় প্রার্থী নিহত, উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

৩. পিরিয়ড হওয়ায় ১২ বচরেরে বোনকে ৩ দিন ধরে পিটিয়ে হত্যা।

৪. প্রাথমিক স্কুলে চালু হচ্ছে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা।

৫. কুমিল্লা যুবলীগ নেতা হত্যা, মৃত্যুদণ্ড ৯ জনকে ও যাবজ্জীবন ৯ জনকে দেয় আদালত ।

৬. স্বামী হত্যার দায়ে স্ত্রী সহ চারজন গ্রেপ্তার । 

৭। ভাইয়ের কাছে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু।

৮। বাজারে আমের কেজি ৪০ টাকা, রাজশাহীতে গুটি আম পাড়া শুরু।

রুয়েট", "শিক্ষার্থী", "ফ্যান", "গলা", "ফাঁস"আত্মহত্যা",


Post a Comment

0 Comments