শিরোনাম

1

ফেসবুকে ‘পাত্রী চাই’ পোস্ট দেখে আসা তরুণীকে ধর্ষণ

ফেসবুকে ভুয়া আইডি খুলে পাত্রীর সন্ধান করে দেওয়া হয় পোস্ট। তা দেখে যোগাযোগ করতে আসা এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

ফেসবুকে ‘পাত্রী চাই’ পোস্ট দেখে আসা তরুণীকে ধর্ষণ


চট্টগ্রামের মিরসরাই উপজেলার বঙ্গবন্ধু শিল্পনগর এলাকায় বুধবার রাতে, এক তরুণীর ধর্ষণের অভিযোগের পর পুলিশ এক জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারিত এই ব্যক্তির নাম শিবলী সাদিক নাইম (৪১), সে  একজন সহকারী ইলেকট্রিশিয়ান। গ্রেপ্তারকৃত আসামীর বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলায়। শিবলী সাদিক নাইমকে পুলিশ চট্টগ্রামের মিরসরাই থেকে গ্রেপ্তার করেছে। 

পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান বলেন, শিবলী সাদিক ভুয়া হয়ে থাকলেও তার ফেসবুক আইডি 'আসলাম চৌধুরী' নামে চালাতেন। সেখানে তিনি নিজেকে পল্লী বিদ্যুতের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। এবং সে অনেক টাকা পয়সার মালিক হিসাবে পরিচয় দেন। এতে করে যে কেউ তার পাতা ফাদে পা বাড়ায়। 


পুলিশের অনুসন্ধানে প্রকাশিত হয়েছে, কিছুদিন আগে ফেসবুকে শিবলীর আইডিটি থেকে পাত্রীর চাই পোস্ট দেন। এটি দেখে এক তরুণী যোগাযোগ করেন এবং কয়েক দিন ধরে কথাবার্তা ও হয়। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ১৩ মে পতেঙ্গার চরপাড়া এলাকায় একটি হোটেলে শিবলীর সঙ্গে দেখা করেন।

আনিসুর রহমান বলেন, সেখানে তাকে আটকে রেখে ধর্ষণ করে শিবলী। পরদিন তরুণীকে ফেলে চলে যান। এ ঘটনায় ১৬ মে মামলা করেন ওই তরুণী। পরে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্ত করে।

পুলিশের সহকারী কমিশনার (বন্দর অঞ্চল) মাহমুদুল হাসান বলেন, তারা অভিযান চালিয়ে তরুণীর কাছে থেকে ছিনিয়ে নেওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করেন। তারপর বৃহস্পতিবার শিবলী সাদিককে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন.....

১. সাভারে নারী পাচার চক্রের প্রধান ৫ জন গ্রেফতার

২. নরসিংদীর রায়পুরায় হামলায় প্রার্থী নিহত, উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

৩. পিরিয়ড হওয়ায় ১২ বচরেরে বোনকে ৩ দিন ধরে পিটিয়ে হত্যা।

৪. প্রাথমিক স্কুলে চালু হচ্ছে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা।

৫. কুমিল্লা যুবলীগ নেতা হত্যা, মৃত্যুদণ্ড ৯ জনকে ও যাবজ্জীবন ৯ জনকে দেয় আদালত ।

৬. স্বামী হত্যার দায়ে স্ত্রী সহ চারজন গ্রেপ্তার । 

৭। ভাইয়ের কাছে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু।

৮। বাজারে আমের কেজি ৪০ টাকা, রাজশাহীতে গুটি আম পাড়া শুরু।


 

ফেসবুক,পাত্রী চাই,পোস্ট,তরুণী,ধর্ষণ,সামাজিক যোগাযোগ মাধ্যম,অভিযোগ,পুলিশ অভিযান,অনুসন্ধান



Post a Comment

0 Comments