র্যাব ফেনীতে কিশোর গ্যাং সোয়াগ-৪৭ এর সদস্যদের ৬ জনকে গ্রেপ্তার করেছে। তারা ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় র্যাব গ্রেপ্তার করে। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারিত ছয় জনের তালিকা হলো:
1. ফেনীর সোনাগাজীর বাদাদিয়া গ্রামের মো. মাহি (২২)
2. দাগনভূঞা উপজেলার বারাই গনির মো. বাবু (১৯)
3. মিয়াজী রোডের মো. আসিফ (১৮)
4. ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়ার মো. আরমান (১৯)
5. বালিগাঁও ইউনিয়নের সুন্দরপুরের মো. সৈকত (১৭)
6. গাইবান্ধার সুন্দরগঞ্জের মো. মানিক (১৮)
র্যাব জানায়, ফেনীর মধ্যম রামপুর এলাকার পাকা রাস্তার ওপর ডাকাতির উদ্দেশ্যে ছয়জন অবস্থান করছিলেন। এই খবরটি গোপন সূত্রের মাধ্যমে র্যাব-৭ পায়, ফেনী ক্যাম্পের দল একটি অভিযান চালিয়ে তাঁদের ধরে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত তরুণদের মধ্যে মো. মাহি ও মো. বাবুর পকেট থেকে দুটি ছুরি উদ্ধার হয়েছে। এই তরুণদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন যে, তাঁরা কিশোর গ্যাং সোয়াগ-৪৭ এর সদস্য। মামলার পরে তাঁদের ফেনী সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান এ,বি,সি নিউসকে জানান, মামলার পরে গ্রেপ্তারকৃত তরুণদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন.....
১. কুষ্টিয়ায় একটি যাত্রীবাহী বাস উল্টে পড়লো খাদে।
২. টাঙ্গাইলে গরুবাহী ট্রাকের ধাক্কা: পুলিশ কনস্টেবল নিহত।
৩. পিরিয়ড হওয়ায় ১২ বচরেরে বোনকে ৩ দিন ধরে পিটিয়ে হত্যা।
৪. প্রাথমিক স্কুলে চালু হচ্ছে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা।
৫. কুমিল্লা যুবলীগ নেতা হত্যা, মৃত্যুদণ্ড ৯ জনকে ও যাবজ্জীবন ৯ জনকে দেয় আদালত ।
৬. স্বামী হত্যার দায়ে স্ত্রী সহ চারজন গ্রেপ্তার ।
- গ্রেপ্তার
- কিশোর গ্যাং সোয়াগ
- সদস্য
- ফেনী
- মামলা
- তদন্ত
0 Comments