নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভায় এক ঘরে দরজা ভেঙে ঢুকে এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় বিদ্যমান হয়েছে যে, ওই কিশোরী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ছয়জনের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মামলা দাখিল করেছে। এ সংক্রান্তে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি আহসান উল্লাহ বলেন, বুধবার রাতে আড়াইটার দিকে ভুক্তভোগী কিশোরীর ঘরের দরজা ভেঙ্গে ছয়জন যুবক ঢুকে পড়ে। তারা ধারালো অস্ত্রের মুখে ওই কিশোরীকে তুলে নিয়ে যায়। এ সময় পাশের কক্ষে ওই কিশোরীর মা–বাবা ঘুমাচ্ছিলেন। তারা ওই কিশোরীকে বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে হাত-পা ও মুখ বেঁধে ধর্ষণ করে। পরে এ ঘটনা কাউকে জানালে কিশোরীকে হত্যার হুমকি দেয় তারা। আজ সকালে কিশোরী নিজে থানায় এসে ঘটনাটি জানায়। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়।
এ ঘটনায় পুলিশ রাত ৮টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। তবে, আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পুলিশ তাদের দায়ীত্ব চালিয়েছে। এ বাধা অব্যাহত রেখে কিশোরীর নিজস্ব সুরক্ষা নিশ্চিত করেছে পুলিশ। অতএব, আগামীকাল শনিবার তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
স্থানীয় পৌর কাউন্সিলর মোমিনুল হক অবশ্য মন্তব্য করেন, ঘটনাটি মর্মান্তিক। তারা বিষয়টি জানার পর তাঁরা ঘটনাস্থলে গিয়েছিলেন। এই এলাকায় রাতবিদ্যা সময়ে বখাটেরা আড্ডা দেয়। তাদের কেউ এমনভাবে আড্ডা দেওয়ার ধারণা করা হচ্ছে যে, তারা ঘটনার পরিপ্রেক্ষিতে থাকতে পারেন।
আরও পড়ুন.....
১. কুষ্টিয়ায় একটি যাত্রীবাহী বাস উল্টে পড়লো খাদে।
২. টাঙ্গাইলে গরুবাহী ট্রাকের ধাক্কা: পুলিশ কনস্টেবল নিহত।
৩. পিরিয়ড হওয়ায় ১২ বচরেরে বোনকে ৩ দিন ধরে পিটিয়ে হত্যা।
৪. প্রাথমিক স্কুলে চালু হচ্ছে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা।
৫. কুমিল্লা যুবলীগ নেতা হত্যা, মৃত্যুদণ্ড ৯ জনকে ও যাবজ্জীবন ৯ জনকে দেয় আদালত ।
৬. স্বামী হত্যার দায়ে স্ত্রী সহ চারজন গ্রেপ্তার ।
0 Comments