গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া বাজারে গুলিতে ওসিকুরসহ পাঁচজন আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। নিহত ওসিকুর ভূঁইয়া (২৭) গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের জলিল ভূঁইয়ার ছেলে। তিনি চন্দ্রদিঘলিয়া বাজারে চা বিক্রেতা ছিলেন।
পরিবারের লোকের সঙ্গে কথা বলে জানা যায়, ওসিকুরের উপার্জনে চলত পাঁচ সদস্যের পরিবার। তিনি এক বেলা রাজমিস্ত্রির সহযোগীর কাজ করতেন, অন্য বেলা চায়ের দোকানে চা বিক্রি করতেন। সেই টাকা দিয়েই চলত মা–বাবা, স্ত্রী ও এক সন্তানের সংসার। পরিবারে একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা পরিবার।
অভিযোগের বিষয়ে কামরুজ্জামান ভূঁইয়া বলেন, নির্বাচনের সময় পক্ষ-বিপক্ষ ছিল। তবে তাঁরা কেউ গন্ডগোল করেননি। তিনি তিন দিন আগে ঢাকায় এসেছেন। এ ঘটনায় কেউ সম্পৃক্ত নয়। এটা রাতের আঁধারে ঘটেছে। কে বা কারা ঘটিয়েছে, তা তাঁরা জানেন না। তবে ওই ঘটনার পর মাইকিং করে কয়েক শ লোক সংঘবদ্ধ হয়ে তাঁদের বাড়ি ও কার্যালয় ভাঙচুর করেন।
ওসিকুরের লাশ নিতে আসা কয়েকজন বলেন, নির্বাচন শেষ, ফলাফলও হয়ে গেছে। কিন্তু দুই পক্ষের সহিংসতায় ওসিকুর মারা গেলেন। তাঁর পরিবার এখন কীভাবে চলবে? তাঁর পরিবারকে সহায়তা করতে প্রশাসনের এগিয়ে আসা উচিত।
আরও পড়ুন.....
১. কুষ্টিয়ায় একটি যাত্রীবাহী বাস উল্টে পড়লো খাদে।
২. টাঙ্গাইলে গরুবাহী ট্রাকের ধাক্কা: পুলিশ কনস্টেবল নিহত।
৩. পিরিয়ড হওয়ায় ১২ বচরেরে বোনকে ৩ দিন ধরে পিটিয়ে হত্যা।
৪. প্রাথমিক স্কুলে চালু হচ্ছে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা।
৫. কুমিল্লা যুবলীগ নেতা হত্যা, মৃত্যুদণ্ড ৯ জনকে ও যাবজ্জীবন ৯ জনকে দেয় আদালত ।
৬. স্বামী হত্যার দায়ে স্ত্রী সহ চারজন গ্রেপ্তার ।
৭। ভাইয়ের কাছে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু।
৮। বাজারে আমের কেজি ৪০ টাকা, রাজশাহীতে গুটি আম পাড়া শুরু।
ইলেকশন, মানিকরে মাইর্যা,মায়ের আর্তনাদ
0 Comments