বুধবার (১৫ মে) বিকাল সাড়ে ৪টায় রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র দায়রা জজ মোসাম্মাৎ জাকিয়া পারভিন এ রায় দেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সোহরাব মণ্ডল পাড়ার সুলতান মৃধার ছেলে শাহাদাত মৃধা লাভলু, একই উপজেলার আব্দুল আজিজ মৃধা পাড়ার বিল্লাল মোল্লার ছেলে মনোয়ার হোসেন মনু, সোহরাব মণ্ডল পাড়ার বাতেন সরদারের ছেলে রিপন সরদার ও মিনাজ উদ্দিন শেখ পাড়ার আক্কাস শেখের ছেলে কোবাদ শেখ।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালে ২৬ অক্টোবর দুপুর ১টার দিকে বাড়ি থেকে জরুরি কাজের কথা বলে বের হন মঞ্জু। পরদিন গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়া আইনদ্দিন ব্যাপারী পাড়ার খালের মাথায় তার লাশ পাওয়া যায়। লাশের সুরতহাল শেষে জানা যায়, তাকে মাথায় বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মামলায় রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জজ কোর্টের সরকারি কৌঁসুলি উজির আলী শেখ। তিনি বলেন, দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এই রায় দিয়েছেন। এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
মামলার বাদী ও মঞ্জুর বাবা বাবলু শেখ বলেন, আমার ছেলে হত্যাকারীদের মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছিলাম। আমি উচ্চ আদালতে আপিল করবো। তবে আসামিরা ছাড়া পেলে তাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন।
আরও পড়ুন.....
১. কুষ্টিয়ায় একটি যাত্রীবাহী বাস উল্টে পড়লো খাদে।
২. টাঙ্গাইলে গরুবাহী ট্রাকের ধাক্কা: পুলিশ কনস্টেবল নিহত।
৩. পিরিয়ড হওয়ায় ১২ বচরেরে বোনকে ৩ দিন ধরে পিটিয়ে হত্যা।
৪. প্রাথমিক স্কুলে চালু হচ্ছে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা।
৫. কুমিল্লা যুবলীগ নেতা হত্যা, মৃত্যুদণ্ড ৯ জনকে ও যাবজ্জীবন ৯ জনকে দেয় আদালত ।
৬. স্বামী হত্যার দায়ে স্ত্রী সহ চারজন গ্রেপ্তার ।
৭। ভাইয়ের কাছে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু।
৮। বাজারে আমের কেজি ৪০ টাকা, রাজশাহীতে গুটি আম পাড়া শুরু।
0 Comments