শিরোনাম

1

কথা কাটাকাটি নিয়ে গৃহবধুকে হত্যা

 

কথা কাটাকাটি নিয়ে গৃহ বধুকে হত্যা



মানিকগঞ্জে সামান্য কথা কাটাকাটি নিয়ে দূর বিত্তরা  এক গৃহবধুকে লাঠি দিয়ে এলোপাতারি পিটিয়ে হত্যা করে। নিহত ব্যক্তির নাম সুজানা বেগম (৩৮), নিহত সুজানা বেগমের স্বামী বাদী হয়ে মানিকগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এলাকাবাসী বলেন ঘঠনাটি ঘঠে শুক্রবার দুপুরে, বাড়ীর পাশে একটি আম গাছ কাটাকে কেন্দ্র করে।


প্রতিবেশি প্রভাবশালী সুজানার আম গাছ কেটে ফেলায় সুজানা তাদেরকে বাদা দিতে যায়। তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এমন অবস্থায় হঠাৎ সুজানার উপর কয়েকজন মিলে এলোপাতি মারধর করে । এক পর্যায়ে সুজানা বেগম মাটিতে লুটিয়ে পরে। তাকে স্থানীয় মানুষের সহযোগিতায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 


সুজানার ছোট মেয়ে গনমাধ্যমকে বলেন  কি দোষ ছিল আমার মায়ের। তারা আমার মারে মাইরা ফারাইছে। আমি আমার মায়ের খুনিদের ফাঁসি চাই। আমি প্রধানমন্ত্রীর কাছে আমার মায়ের হত্যার বিচার চাই। এ ঘঠনায় এলাকাবাসী এর কঠিন নিন্দা জানায়। 


আরও পড়ুন.....

১. কুষ্টিয়ায় একটি যাত্রীবাহী বাস উল্টে পড়লো খাদে।

২. টাঙ্গাইলে গরুবাহী ট্রাকের ধাক্কা: পুলিশ কনস্টেবল নিহত।

৩. পিরিয়ড হওয়ায় ১২ বচরেরে বোনকে ৩ দিন ধরে পিটিয়ে হত্যা।

৪. প্রাথমিক স্কুলে চালু হচ্ছে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা।

৫. কুমিল্লা যুবলীগ নেতা হত্যা, মৃত্যুদণ্ড ৯ জনকে ও যাবজ্জীবন ৯ জনকে দেয় আদালত ।

৬. স্বামী হত্যার দায়ে স্ত্রী সহ চারজন গ্রেপ্তার । 

৭। ভাইয়ের কাছে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু।

৮। বাজারে আমের কেজি ৪০ টাকা, রাজশাহীতে গুটি আম পাড়া শুরু।






Post a Comment

0 Comments