গাইবান্ধা সদর ও সাঘাটা উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মে) দুপুরে সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের বেলতৈল গ্রাম ও সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গড়দীঘি গ্রামে এ ঘটনা ঘটে।
তারা হলেন শিপন মিয়া (১৮) ও ফুল মিয়া (৩৫)। তাদের মধ্যে শিপন সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের বেলতৈল গ্রামের মোখলেছ মিয়ার ছেলে এবং ফুল মিয়া সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গড়দীঘি গ্রামের জোবায়ের আলীর ছেলে।
মুক্তিনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান শেফালী বেগম জানান, শিপন মিয়া হালিম মেম্বারের জমিতে শ্রমিক হিসেবে ধান কাটার কাজ করছিলেন। দুপুরের দিকে আকাশ হঠাৎ করে মেঘাচ্ছন্ন হয়ে বজ্রাঘাতের ঘটনা ঘটে। এতে মাঠে কাজ করা অবস্থায় শিপন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
অপরদিকে, সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গড়দীঘি গ্রামে জমিতে ধান কাটতে যান কৃষক ফুল মিয়া। দুপুরে আকস্মিক বজ্রাঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর থানার ওসি মাসুদ রানা বলেন, বজ্রাঘাতে ফুল মিয়া নামে এক কৃষকের মৃত্যুর খবর শুনেছি। হাসপাতাল থেকে লাশ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।
আরও পড়ুন.....
১. কুষ্টিয়ায় একটি যাত্রীবাহী বাস উল্টে পড়লো খাদে।
২. টাঙ্গাইলে গরুবাহী ট্রাকের ধাক্কা: পুলিশ কনস্টেবল নিহত।
৩. পিরিয়ড হওয়ায় ১২ বচরেরে বোনকে ৩ দিন ধরে পিটিয়ে হত্যা।
৪. প্রাথমিক স্কুলে চালু হচ্ছে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা।
৫. কুমিল্লা যুবলীগ নেতা হত্যা, মৃত্যুদণ্ড ৯ জনকে ও যাবজ্জীবন ৯ জনকে দেয় আদালত ।
৬. স্বামী হত্যার দায়ে স্ত্রী সহ চারজন গ্রেপ্তার ।
৭। ভাইয়ের কাছে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু।
৮। বাজারে আমের কেজি ৪০ টাকা, রাজশাহীতে গুটি আম পাড়া শুরু।
বজ্রাঘাত, ধান কাটার দুঃখজনক ঘটনা, মৃত্যু
0 Comments