বাগেরহাটের রামপালে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। ভুক্তভোগী টাকা না দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। এই ঘটনায় ৫ জনকে আসামি করে পর্ণগ্রাফি মামলা করেন ভুক্তভোগীর স্বামী শেখ হাসিবুর রহমান।
রামপাল থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে সদরের মালেক শেখের ছেলে প্রধান আসামি হাসান শেখকে (৩৫) পুলিশ গ্রেপ্তার করেছে।
জানা গেছে, উপজেলা সদরের হাসিবুর রহমানের স্ত্রীকে ফুসলিয়ে ও ভয়ভীতি দিয়ে তার সঙ্গে সম্পর্ক তৈরি করে স্থিরচিত্র ও আপত্তিকর ভিডিও চিত্র ধারণ করে। এক পর্যায়ে আসামিরা ৫ লক্ষ টাকা দাবি করে। দাবিকৃত টাকা দিতে অস্বীকার করলে আসামিরা যোগসাজশে টিকটক করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ভিডিও ছেড়ে দেয়। এতে বাদী ও ভুক্তভোগীর সামাজিকভাবে মানসম্মানের হানি ঘটে। চাঁদার টাকা না দেওয়ায় আসামি হাসান শেখ, আব্দুল মালেক শেখ, আবু তালেক শেখ, আবু দাউদ শেখ ও সাইদ শেখ হুমকি দিতে থাকে। এতে বাদী ও ভুক্তভোগী ভীত হয়ে পড়ে।
রামপাল থানার ওসি সোমেন দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের আটকের চেষ্টা অব্যাহত আছে।
আরও পড়ুন.....
১. কুষ্টিয়ায় একটি যাত্রীবাহী বাস উল্টে পড়লো খাদে।
২. টাঙ্গাইলে গরুবাহী ট্রাকের ধাক্কা: পুলিশ কনস্টেবল নিহত।
৩. পিরিয়ড হওয়ায় ১২ বচরেরে বোনকে ৩ দিন ধরে পিটিয়ে হত্যা।
৪. প্রাথমিক স্কুলে চালু হচ্ছে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা।
৫. কুমিল্লা যুবলীগ নেতা হত্যা, মৃত্যুদণ্ড ৯ জনকে ও যাবজ্জীবন ৯ জনকে দেয় আদালত ।
৬. স্বামী হত্যার দায়ে স্ত্রী সহ চারজন গ্রেপ্তার ।
0 Comments