ঢাকার নবাবগঞ্জ উপজেলায় তরি বাড়ৈ (৬) নামে এক কন্যা শিশুকে পিটিয়ে হত্যার ঘটনায় নিহতের বাবা সুমন বাড়ৈ বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
নিহত শিশু তরি বাড়ৈ উপজেলার দক্ষিণ শোল্লা চন্দ্রপাড়া গ্রামের সুমন বাড়ৈ ও বকুল বাড়ৈ দম্পতির একমাত্র কন্যা ছিলেন।
মঙ্গলবার (২১ মে) রাতে ঘটিত একটি মামলায় অভিযুক্ত হিসেবে আবু সাদ (১৩) এবং তার মা শিমু বেগম (৩৫) কে আসামি করা হয়েছে। অভিযুক্তরা একই গ্রামের প্রবাসী আবু সাঈদের ছেলে এবং স্ত্রী হিসেবে জানা গেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে অভিযুক্ত আবু সাদ ও তার মা শিমু বেগমের নিজস্ব বাড়িতে তাদের আটক করা হয়েছিল। এরপর বুধবার দুপুরে তাদের রিমান্ডের জন্য আদালতে পেশ করা হয়েছে। এই তথ্য নিয়ে নবাবগঞ্জ থানা উপপরিদর্শক অজিত কুমার রায় তথ্য দিয়েছেন। এছাড়াও, অভিযুক্তরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশু মেয়েটিকে মাথায় লাঠি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।
বুধবার দুপুরে নবাবগঞ্জ থানার ওসি মো. শাহ জালাল বলেছেন যে, অভিযুক্তরা হত্যার পর লাশ গুম করতে বাড়ির পাশে কলার ঝোপে মাটি চাপা দেওয়ার কথা স্বীকার করেছেন।
মঙ্গলবার সকাল ১১টা থেকে তরি বাড়ৈ নিখোঁজ ছিল। অনেক খোঁজাখোঁজি করে বিকাল সাড়ে ৪টার দিকে আবু সাদদের বাড়ির পাশের একটি কলাগাছের ঝোপে মাটিতে অর্ধেক পুঁতা অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। পরে লাশটি উদ্ধার করা হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।
আরও পড়ুন.....
১. কুষ্টিয়ায় একটি যাত্রীবাহী বাস উল্টে পড়লো খাদে।
২. টাঙ্গাইলে গরুবাহী ট্রাকের ধাক্কা: পুলিশ কনস্টেবল নিহত।
৩. পিরিয়ড হওয়ায় ১২ বচরেরে বোনকে ৩ দিন ধরে পিটিয়ে হত্যা।
৪. প্রাথমিক স্কুলে চালু হচ্ছে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা।
৫. কুমিল্লা যুবলীগ নেতা হত্যা, মৃত্যুদণ্ড ৯ জনকে ও যাবজ্জীবন ৯ জনকে দেয় আদালত ।
৬. স্বামী হত্যার দায়ে স্ত্রী সহ চারজন গ্রেপ্তার ।
0 Comments