রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস দুর্ঘটনা: ২০ যাত্রী আহত
রাজবাড়ীর কল্যাণপুর এলাকায় কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে খাদে পড়েছে। এতে ২০ যাত্রী আহত হয়েছেন। সোমবার (১৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এক যাত্রীর বর্ণনা: দুর্ঘটনা ঘটার সময় বাসে ছিলাম
বাসে থাকা এক যাত্রী বলেছেন যে, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা লোকাল বাসটি পথে প্রায় ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছিল। কল্যাণপুর এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ভ্যান ও একটি ইজিবাইককে অতিক্রম করতে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার ফলে ২০ জন যাত্রী আহত হন। স্থানীয় মানুষরা তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠান। রাজবাড়ী সদর হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।
রাজবাড়ী সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার আব্দুল্লাহ্ আল মামুন জানান, দুর্ঘটনার ফলে চার জন আহতদের অবস্থা কিছুটা খারাপ হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা চলছে। অন্যান্য আহতদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।
আহলাদিপুর হাইওয়ে থানার সার্জেন্ট মাহমুদ-উন-নবী জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই বাসটির চালক-হেল্পার পালিয়ে যান। ফরিদপুর থেকে রেকার এনে বাসটিকে টেনে উপরে তোলা হচ্ছে।
এরকম নিত্য নতুন খবর জানতে আমাদের abcnewswlod.com এর পাশে থাকুন।
আরও পড়ুন।
১। প্রাথমিক স্কুলে চালু হচ্ছে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা।
২। কুমিল্লা যুবলীগ নেতা হত্যা, মৃত্যুদণ্ড ৯ জনকে ও যাবজ্জীবন ৯ জনকে দেয় আদালত ।
৩। স্বামী হত্যার দায়ে স্ত্রী সহ চারজন গ্রেপ্তার।
0 Comments