শিরোনাম

1

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ৫ জন প্রাণ হারালেন। আরও ৮ জন আহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনা; প্রাণ হারালেন; আহত; দুর্ঘটনার; চৌদ্দগ্রাম-কুমিল্লা;


কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ৫ জন প্রাণ হারালেন। আরও ৮ জন গুরুতর আহত। চালক নিয়ন্ত্রণ হারালে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টে যায় বাসটি। দুর্ঘটনার পরই চালক-হেল্পার ও সুপারভাইজার পালিয়ে যায়।

শুক্রবার সকালে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপ্লব কুমার নাথ নিশ্চিত করেছেন যে, আহত যাত্রীদের মধ্যে ১০ জনের শারীরিক অবস্থা ভালো নয়।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো— চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা মোহাম্মদ বদরুল হাসান রিয়াদ (২৬) এবং কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা মোহাম্মদ হোসেন (৩০)।



কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনা; প্রাণ হারালেন; আহত; দুর্ঘটনার; চৌদ্দগ্রাম; কুমিল্লা;



বিপ্লব বলেন, "সকাল ৭টার দিকে উপজেলার বাতিসা বসন্তপুরে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে রিলাক্স পরিবহনের বাসটি চট্টগ্রাম যাচ্ছিল।"

মিয়ারবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এম লোকমান হোসাইন ডেইলি স্টারকে জানান, আহত যাত্রীদের পুলিশ স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠিয়েছে। হাইওয়ে পুলিশের একটি দল বাসটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।"



আরও পড়ুন.....

১. কুষ্টিয়ায় একটি যাত্রীবাহী বাস উল্টে পড়লো খাদে।

২. টাঙ্গাইলে গরুবাহী ট্রাকের ধাক্কা: পুলিশ কনস্টেবল নিহত।

৩. পিরিয়ড হওয়ায় ১২ বচরেরে বোনকে ৩ দিন ধরে পিটিয়ে হত্যা।

৪. প্রাথমিক স্কুলে চালু হচ্ছে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা।

৫. কুমিল্লা যুবলীগ নেতা হত্যা, মৃত্যুদণ্ড ৯ জনকে ও যাবজ্জীবন ৯ জনকে দেয় আদালত ।

৬. স্বামী হত্যার দায়ে স্ত্রী সহ চারজন গ্রেপ্তার । 

৭। ভাইয়ের কাছে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু।

৮। বাজারে আমের কেজি ৪০ টাকা, রাজশাহীতে গুটি আম পাড়া শুরু।






কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনা; প্রাণ হারালেন; আহত; দুর্ঘটনার; চৌদ্দগ্রাম; কুমিল্লা;

Post a Comment

0 Comments