শিরোনাম

1

ঝিনাইদহ ডাকাতি করতে এসে ক্ষুদ্ধ হয়ে ফাতেমা বেগমকে নৃশংস ভাবে হত্যা করে ডাকাত দল

ঝিনাইদহ ডাকাতি করতে এসে ক্ষুদ্ধ হয়ে ফাতেমা বেগমকে নৃশংস হত্যা করে ডাকাত দল
আহত বিথি


ঝিনাইদহ সদর উপজেলায় ডাকাতির সময় এক নারীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার খলিকুলা গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত নারীর নাম ফাতেমা (৪৫)। তিনি ডাকাতির শিকার হন এবং তার পুত্রবধূ বিথী খাতুন (১৮) কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘটনার সাথে জড়িত সাগর, (২৯) বছর বয়সী এবং (৪০) বছর বয়সী শুশান্ত নামে দুইজনকে গ্রেপ্তার করেছে। নিহতের বাড়ির পাশের দুর্গাপুর গ্রামে বাস করতেন সাগর, আর শুশান্ত থাকত পশ্চিম ঝিনাইদহ গ্রামে। সাগর ও শুশান্ত তারা দুইজন ঐ বাড়ীতে রাজমিস্ত্রিরির কাজ করত।


গতকাল রাতে, বৃহস্পতিবার, শাশুড়ি ফাতেমা বেগম ও তাঁর পুত্রবধূ বিথি খাতুন বাসায় ঘুমানো ছিলেন। ফাতেমার স্বামী আবেদ আলী ৫ বছর ধরে দুবাইতে থাকছেন। তাঁদের ছেলে ও বিথির স্বামী আট মাস আগে মালয়েশিয়া যান। রাতে রাস্তার পাশের ঘরের বারান্দার গ্রিলের নিচে থেকে কিছু ইট কাটে এক ডাকাত দল। তারা ধারালো অস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে এবং ফাতেমা ও বিথিকে জিম্মি করে। এক পর্যায়ে টাকা ও স্বর্ণালংকার  পেতে তাঁদের উপর মারধর শুরু  করে।

একসময় ডাকাতেরা ক্ষুব্ধ হয়ে ফাতেমাকে খাটের ওপর ফেলে গলাকেটে হত্যা করে। পরে তাঁরা বিথির ও গলা কাটে। ডাকাত দল বিথিকে মৃত ভেবে ডাকাত দল পালিয়ে যায়। ভোরের দিকে ঘরের দরজা খুলে বিথি প্রতিবেশী ওবায়দুর রহমানের বাড়ির উঠানে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ওই বাড়ির লোকজন বিথিকে রক্তাক্ত দেখে ঘটনার বিষয় জানতে চান। বিথি এ সময় কথা বলতে পারছিলেন না। পরে চিরকুটে লিখে জানান, তাঁদের বাড়িতে কাজ করা রাজমিস্ত্রিরা ডাকাতি করতে এসে তাঁর শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছেন। আর তাঁর গলাকেটে হত্যার চেষ্টা করেছে।

প্রতিবেশী ওবায়দুর রহমান বলেন, ফজরের আজানের পর তিনি বাড়ির পাশেই ছিলেন। বিথি হঠাৎ এসে উঠানে পড়ে যান। বাড়ির নারীরা তাঁকে রক্তাক্ত দেখে ভয়ে চিৎকার দেন। পরে বিথিকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়।


সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাপস কুমার বিশ্বাস বলেন, বিথিরও গলা অনেকটাই কেটে গেছে। তাঁর হাতেও হালকা ক্ষত আছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।

আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার আজিম-উল-আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান, সদর থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিনসহ পুলিশের কর্মকর্তারা।


ঘটনাস্থল পরিদর্শন করে এসআই মো. আমিরুজ্জামান বলেন, বিথির লেখা চিরকুট দেখে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। আটক দুজন পুলিশের কাছে স্বীকার করেছেন, টাকা লুটের জন্যই তাঁরা এ ঘটনা ঘটিয়েছেন। ঘটনার সময় লুট হওয়া সাড়ে চার হাজার টাকা ও তিনটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা। নিহত নারীর লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।


আরও পড়ুন.....

১. সাভারে নারী পাচার চক্রের প্রধান ৫ জন গ্রেফতার

২. নরসিংদীর রায়পুরায় হামলায় প্রার্থী নিহত, উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

৩. পিরিয়ড হওয়ায় ১২ বচরেরে বোনকে ৩ দিন ধরে পিটিয়ে হত্যা।

৪. প্রাথমিক স্কুলে চালু হচ্ছে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা।

৫. কুমিল্লা যুবলীগ নেতা হত্যা, মৃত্যুদণ্ড ৯ জনকে ও যাবজ্জীবন ৯ জনকে দেয় আদালত ।

৬. স্বামী হত্যার দায়ে স্ত্রী সহ চারজন গ্রেপ্তার । 

৭। ভাইয়ের কাছে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু।

৮। বাজারে আমের কেজি ৪০ টাকা, রাজশাহীতে গুটি আম পাড়া শুরু।




ঝিনাইদহ, ডাকাতি, ফাতেমা বেগম, নৃশংস হত্যা, ডাকাত দল

Post a Comment

0 Comments