শিরোনাম

1

টাঙ্গাইলে গরুবাহী ট্রাকের ধাক্কা: পুলিশ কনস্টেবল নিহত।

 

টাঙ্গাইলে গরুবাহী ট্রাকের ধাক্কা: পুলিশ কনস্টেবল নিহত।


গরুবাহী ট্রাকের ধাক্বায় পুলিশ নিহত।


টাঙ্গাইলের ভূঞাপুরে গরুবাহী ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল আলাউদ্দিন খানের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ মে) বেলা ১১টার দিকে ভূঞাপুর-তারাকান্দি সড়কের উপজেলার অর্জুনা এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত আলাউদ্দিন খান উপজেলার অর্জুনা গ্রামের মৃত মাজম আলীর ছেলে ছেলে। স্থানীয় মানুষের তথ্যানুসারে জানা যায়। নিহত আলাউদ্দিন সড়কের পাশ দিয়ে বাড়ির দিকে যাওয়ার সময় একটি  গরুবাহী ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কের ওপর পড়ে যান। তারপর  স্থানীয় এলাকার  মানুষের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তারপরে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। টাঙ্গাইল যাওয়ার পথেই তার মৃত্যু হয়েছে।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা ডা. খাদেমুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। যাওয়ার পথেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।


আরও পড়ুন।

১। প্রাথমিক স্কুলে চালু হচ্ছে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা।

২। কুমিল্লা যুবলীগ নেতা হত্যা, মৃত্যুদণ্ড ৯ জনকে ও যাবজ্জীবন ৯ জনকে দেয় আদালত ।

৩। স্বামী হত্যার দায়ে স্ত্রী সহ চারজন গ্রেপ্তার।


টাঙ্গাইল, গরুবাহী, ট্রাক, ধাক্কা, পুলিশ কনস্টেবল, নিহত

Post a Comment

0 Comments