বগুড়ার শাজাহানপুর উপজেলায় চলমান অটোরিক্ষায় এক নারীকে মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা গুলি ছুড়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী আহত হয়েছেন বলে দাবি করেছেন। বৃহস্পতিবার (১৬ মে) দুপুর ১টার দিকে উপজেলার বিহিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। আহত জুলেখা খাতুন (৪০) উপজেলার গোহাইল গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী। স্বামী-সন্তানসহ বগুড়া শহরের কৈগাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকেন। তাকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় ছেলে জাকির হোসেন (২০) জুলেখার সঙ্গে একই অটোরিক্ষায় ছিলেন। তবে তিনি সুস্থ আছেন।
পুলিশের অনুসন্ধানে এখনো কোনো নির্দিষ্ট সনাক্তকরণ পাওয়া যায়নি যে, ঘটনাটি সত্য বা কোনো কারণে হয়েছিল। তবে, বিষয়টি গুলিবিদ্ধ মা জুলেখার অবিলম্বে হাসপাতালে ভর্তি হওয়ার পর পুলিশ এই ঘটনার তদন্ত চালানোর উদ্দেশ্যে অনুসন্ধান চালান। সন্দেহমূলক ব্যক্তিদের সাথে যোগাযোগ করে পুলিশ ঘটনার পেছনের গুটি খুঁজে পাওয়ার চেষ্টা করছে। তবে, পুলিশ এখনও এই ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রমাণ প্রদান করেননি।
জাকির হোসেন জানিয়েছেন, "হামলার লক্ষ্যবস্তু আমরা ছিলাম কিনা, সে ব্যাপারে নিশ্চিত হতে পারিনি। হয়তো তাদের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে মায়ের ঠোঁটে লেগেছে। দুর্বৃত্তদের মাথায় হেলমেট থাকায় কাউকে চিনতে পারিনি।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানিয়েছেন, "ঘটনাটি নিয়ে সন্দেহ আছে। কারণ ঘটনার ভাষ্যের সঙ্গে বাস্তবের মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। ভুক্তভোগীর ছেলের ভাষ্য অনুসারে অটোরিকশা একপাশে ও মোটরসাইকেলগুলো অন্য পাশে ছিল। আঘাতটি গুলির কিনা, তা চিকিৎসকও নিশ্চিত করে বলতে পারেননি। চিকিৎসক আমাদের বলেছেন, এক্স-রে ও অন্যান্য পরীক্ষার পর নিশ্চিত করবেন। তবে ওই নারীর মুখের বাঁ পাশে ঠোঁটে আঘাতের চিহ্ন আছে। বিষয়টি নিয়ে তদন্ত করছি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারবো না।
স্থানীয় সূত্রের প্রকাশ অনুযায়ী, ২০২১ সালের ৪ মে শাজাহানপুর উপজেলার বিহিগ্রাম কৃষি কলেজের সামনে একটি দুর্বৃত্তরা চলন্ত অটোরিকশা গতিরোধ করে গুলি চালালে মোজাফফর হোসেন বা বাবা হুজুর নামে পরিচিত এক ব্যক্তি নিহত হন। তার ঝাড়ফুঁক ও পানি পড়া দিতেন। শহরের নিশিন্দারা মধ্যপাড়া এলাকায় দারুল হেদায়া কওমি মাদ্রাসা পরিচালনা করতেন এবং দ্বিতীয় স্ত্রী নিয়ে শহরের কারবালা এলাকায় বসবাস করতেন। ওই দিন তিনি নাটোরের সিংড়ার বাড়ি থেকে অটোরিকশায় শহরে ফিরছিলেন। তিন বছর পেরিয়ে গেলেও পুলিশ হত্যাকাণ্ডের কূলকিনারা করতে পারেননি। এ অবস্থায় আজ এক গৃহবধূর গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ তোলায় আবারও স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।
আরও পড়ুন.....
১. কুষ্টিয়ায় একটি যাত্রীবাহী বাস উল্টে পড়লো খাদে।
২. টাঙ্গাইলে গরুবাহী ট্রাকের ধাক্কা: পুলিশ কনস্টেবল নিহত।
৩. পিরিয়ড হওয়ায় ১২ বচরেরে বোনকে ৩ দিন ধরে পিটিয়ে হত্যা।
৪. প্রাথমিক স্কুলে চালু হচ্ছে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা।
৫. কুমিল্লা যুবলীগ নেতা হত্যা, মৃত্যুদণ্ড ৯ জনকে ও যাবজ্জীবন ৯ জনকে দেয় আদালত ।
৬. স্বামী হত্যার দায়ে স্ত্রী সহ চারজন গ্রেপ্তার ।
বগুড়া, অটোরিক্ষা, নারী, মোটরসাইকেল, গুলি, হত্যা, দুর্ঘটনা, অপরাধ।
0 Comments