শিরোনাম

1

সাতক্ষীরার কালিগঞ্জে গামছার সাহায্যে ফাঁস দিয়ে শ্রমিকের আত্মহত্যা

 

সাতক্ষীরার কালিগঞ্জে গামছার সাহায্যে ফাঁস দিয়ে শ্রমিকের আত্মহত্যা


সাতক্ষীরার কালিগঞ্জের একটি দুঃখজনক ঘটনায় শ্রমিক মিজানুর রহমান (৬২) নামের এক বয়স্ক পুরুষ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৬ মে) রাতে দেড়টার দিকে উপজেলার চাম্পাফুল ইউনিয়নের দক্ষিণ বালাপোতা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মিজানুর রহমান বালাপোতা গ্রামের মরহুম বাবুল উদ্দীনের ছেলে ছিলেন।





মৃত মিজানুর রহমানের স্ত্রী মর্জিনা জানান, তার স্বামী, রাতের খাবার খেয়ে ঘরের বারান্দায় ছেলে খায়রুল ইসলামের সাথে ঘুমাতে যান। গভীর রাতে পিতাকে দীর্ঘক্ষণ পাশে দেখতে না পেয়ে সবাই তাকে খোঁজাখুজির করে। একপর্যায়ে বাড়ির পাশে একটি নিমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। প্রতিবেশীদের সহায়তায় গাছের ডাল থেকে নামিয়ে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তার স্বামীকে মৃত ঘোষণা করেন। তবে তার স্বামী কী কারণে আত্মহত্যা করেছেন তা তিনি নিশ্চিত করতে পারেননি।


খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ এখনো ঘটনার পরিকল্পনা অবস্থায় এবং তদন্ত চালিয়ে যাচ্ছে।



আরও পড়ুন.....

১. কুষ্টিয়ায় একটি যাত্রীবাহী বাস উল্টে পড়লো খাদে।

২. টাঙ্গাইলে গরুবাহী ট্রাকের ধাক্কা: পুলিশ কনস্টেবল নিহত।

৩. পিরিয়ড হওয়ায় ১২ বচরেরে বোনকে ৩ দিন ধরে পিটিয়ে হত্যা।

৪. প্রাথমিক স্কুলে চালু হচ্ছে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা।

৫. কুমিল্লা যুবলীগ নেতা হত্যা, মৃত্যুদণ্ড ৯ জনকে ও যাবজ্জীবন ৯ জনকে দেয় আদালত ।

৬. স্বামী হত্যার দায়ে স্ত্রী সহ চারজন গ্রেপ্তার । 

৭। ভাইয়ের কাছে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু।

৮। বাজারে আমের কেজি ৪০ টাকা, রাজশাহীতে গুটি আম পাড়া শুরু।







কালিগঞ্জ, গামছা, শ্রমিক, আত্মহত্যা, সাহায্য, ফাঁস, সাতক্ষীরা


Post a Comment

0 Comments