একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে ভারতের মহারাষ্ট্রে।
সদ্য পিরিয়ড শুরু হওয়া ছোট বোনের কাপড়ে রক্তের দাগ দেখে, তারই বড় ভাই অবৈধ মেলামেশার সন্দেহে গরম লোহার রড দ্বারা পাশবিক নির্যাতনের পর তার ১২ বছর বয়সী বোনকে তার ৩০ বছর বয়সী ভাই হত্যা করেন। এই ঘটনাটি ঘটে ভারতের মহারাষ্ট্রের একটি প্রবল আবাসনে, মেয়েটি তার দাদা-বৌদির সঙ্গে একই বাড়িতে থাকতো। এই বোনকে অপমানের শিকার করে, তারই বড় দাদা-বৌদি অত্যন্ত পাশবিক নির্যাতন করে। এক পর্যায়ে তারা তাকে হত্যা করে । আশ্চর্যজনক ভাবে, রক্তের দাগের সঠিক কারন ব্যাখ্যা করতে ব্যর্থ হওয়ায় তাকে গরম রড দিয়ে ৩ দিন ধরে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় সমাজে এবং দেশে বিরল প্রবাব পরছে।
এ ঘটনার সত্যতা যাচাই করে আসামী কঠিন শাস্তির দাবি জানায় সাধারন জনগন।
যাতে এর মতো ঘটনা আর কখনো ঘটার সুযোগ না পায়।
আরও পড়ুন।
১। প্রাথমিক স্কুলে চালু হচ্ছে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা।
২। কুমিল্লা যুবলীগ নেতা হত্যা, মৃত্যুদণ্ড ৯ জনকে ও যাবজ্জীবন ৯ জনকে দেয় আদালত ।
৩। স্বামী হত্যার দায়ে স্ত্রী সহ চারজন গ্রেপ্তার।
পিরিয়ড, ১২ বচর, বোন, ৩ দিন, পিটিয়ে, হত্যা,abcnews,news,cumilla,
0 Comments